1. nagorikit@gmail.com : পরিবেশ টিভি : Nagorik IT
  2. amarporibeshbd@gmail.com : administrator :
  3. mdjoy.jnu@gmail.com : Editor :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
  •                      

টেস্ট ও টি২০ থেকে অবসরের ঘোষণা সাকিবের

রিপোর্টারের নাম
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক টেস্ট ও টি২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, আগামী অক্টোবর মাসে দেশের মাটিতে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলবেন। বৃহস্পতিবার ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার একদিন আগে এমন ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। অন্যদিকে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। সে হিসেবে গেল ২৪ জুন কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই সাকিবের শেষ টি-টোয়েন্টি। ওই ম্যাচে শূন্য রানে আউট হওয়া সাকিব ৪ ওভারে ১৯ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য।

টেস্ট ও টি২০ ফরম্যাটকে বিদায় জানানোর ঘোষণা দিলেও ওয়ানডে খেলবেন সাকিব। ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসরের আপাতত কোনো চিন্তা নেই তার।

টি২০ ফরম্যাটের বিষয়ে সাকিব বলেন, ‘আমি আসলে জাতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছি। সেটা গত টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের সাথে।’

তবে সংক্ষিপ্ত ফরম্যাটের ব্যাপারে একটা অপশন খোলা রেখেছেন সাকিব। তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে যদি আগামী বিশ্বকাপের আগে তাকে প্রয়োজন হয় এবং টিম ম্যানেজমেন্ট ও বোর্ড তাকে দলে রাখতে চায়, তাহলে তিনি ভেবে দেখবেন।

সাকিবের ভাষায়, ‘যদি আমার ফিটনেস লেভেল ঠিক থাকে এবং খেলার মতো অবস্থায় থাকি আর বোর্ড ও টিম ম্যানেজমেন্ট আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমি টি২০ বিশ্বকাপে খেলার ব্যাপারটা পুনঃবিবেচনা করে দেখবো।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি