২৬শে ফেব্রুয়ারি সনাতন হিন্দু ধর্মালম্বীদের মহা শিব রাত্রি বা পবিত্র শিব চতুর্দশী তিথি। শ্রী শ্রী মহা শিবরাত্রি ব্রত পালন করা হয় এই দিনে। সনাতন ধর্মালম্বীদের মতে, সূর্যের উত্তরায়নের তিথি-নাক্ষত্রিক বিচারে সবচেয়ে পবিত্র দিন এটি।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্রী শ্রী শিব পূজা ও শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার পূজা পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি)সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ নাথপাড়া ছাছুয়ামোড়া শ্মশানে গিয়ে দেখা যায়,শিবরাত্রি ব্রত পালন করা উপলক্ষে এ মন্দিরে শত শত দর্শনার্থীদের ভীড়।
খোঁজ নিয়ে জানা যায়,দীর্ঘকাল ধরে উপজেলার পূর্বভাগ নাথপাড়া ছাছুয়ামোড়া শ্মশানে শ্রী শ্রী শিব পূজা ও শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার পূজা পালন করে আসছে স্থানীয় ভক্তবৃন্দ।এ মন্দিরের রয়েছে একটা ব্যাংক হিসাব নাম্বার যার মাধ্যমে যে কেউ অনুদান পাঠাতে পারে। স্থানীয় ও বিভিন্ন লোকদের অনুদানের টাকা দিয়ে বর্তমানে এ শ্মশানে শিব মন্দিরের ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। মন্দিরের নিয়ম শৃঙ্খলা ও স্বচ্ছতার জন্য পূর্বভাগের এ শ্মশানে বর্তমানে তিনটি কমিটি রয়েছে।এছাড়াও এ মন্দিরে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সনাতন ধর্মালম্বীরা এদিন মহাশিবরাত্রি বিহিত শিবপূজা করে থাকে। তাদের ধর্মীয়মতে, শিবরাত্রির আগের দিন সংযম পালন পূর্বক শুদ্ধাচারে নিরামিষ ভোজন করতে হয়। শিবরাত্রির দিন সকালে স্নান ও নিত্যপূজা করে উপবাস শুরু করতে হয়।
প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকে। এ বছর শিব চতুর্দশী পূজার মূল দর্শনের লগ্ন বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নর-নারীরা ডাব, দুধ দিয়ে একে একে মহাদেব শিবকে স্নান করানোর মধ্যে দিয়ে নিজেদের পুণ্য অর্জনের চেষ্টা করবেন।
নাসিরনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাথবন্ধু দাশ বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও নাসিরনগর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিবরাত্রি ব্রত পালন করা হয়েছে।